সিংড়ায় সাংবাদিকের ওপর হামলা, বিচার চেয়ে মানববন্ধন

প্রকাশ | ১৮ মে ২০২১, ১৮:৪২

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরের সিংড়ায় পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় সাংবাদিক মাহিদুল ইসলাম মানিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী, সহকর্মী ও স্বজনরা। মঙ্গলবার দুপুরে চামারী ইউনিয়ন পরিষদের সামনে এলাকার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য দেন- সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, আহত সাংবাদিক মাহিদুল ইসলাম মানিক, ইউপি সদস্য আরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হক প্রমুখ।  
এসময় বক্তারা বলেন, গত ৭ মে বিকাল ৪টায় পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে চামারীর সোনাপুর বটতলা এলাকায় পৌঁছলে স্থানীয় আ.লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম রবির কর্মী-সমর্থকরা সাংবাদিক মানিকের ওপর চড়াও হয়ে হাতুড়ি পেটা করে আহত করে।
স্থানীয় সাংবাদিক মানিকের দাবি, তিনি রবির কিছু দুর্নীতির তথ্য পেয়ে তা নিয়ে খোঁজ করায় এ হামলা করা হয়েছে। এ ঘটনায় মামলা করার পরও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের ভূমিকা রহস্যজনক বলে দাবি করেন তারা। অবিলম্বে এলাকার এসব চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করে এলাকাবাসী।
(ঢাকাটাইমস/১৮মে/এলএ)