রাজবাড়ী জেলা পরিষদ সদস্যসহ ১৩ আসামি কারাগারে

প্রকাশ | ১৮ মে ২০২১, ২২:৩৩

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকটাইমস

রাজবাড়ী জেলা পরিষদ সদস্য আহম্মেদ হোসেনসহ ১৩ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। আদালতের হাকিম শুধাংশু শেখর রায় মঙ্গলবার বিকালে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপর আসামিরা হলেন- রাজবাড়ীর পাংশা উপজেলার বহলাডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ, আব্দুস সোবাহান, ফরিদ বিশ্বাস, আসাদুজ্জামান রতন, মতিন, নুরু মণ্ডল, কাবিল মণ্ডল, আব্দুল মান্নান, বহলাডাঙ্গা কারিগরপাড়ার কামাল হোসেন, বিত্তিডাঙ্গা গ্রামের সোহরাব হোসেন, বড় বনগ্রামের জিয়া মোল্লা এবং কোলানগরের মিলন গাজী।

ঈদের দিন (১৪ মে) রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা কারিগরপাড়ায় দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় পাল্টা-পাল্টি মামলা করে।

এ ঘটনায় সোমবার রাতে রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহম্মেদ হোসেন এবং পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবাহানসহ মোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়। বিকালে অনুষ্ঠিত হয় জামিন শুনানি। শুনানি শেষে আদালতের হাকিম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাংশা মডেল থানার ওসি সাহাদাত হোসেন জানান, ওই সংঘর্ষের ঘটনায় মতিয়ার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করে।

(ঢাকাটাইমস/১৮মে/এলএ)