করোনার টিকা পেতে জয়শঙ্করকে মোমেনের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ মে ২০২১, ২২:৪৮ | প্রকাশিত : ১৮ মে ২০২১, ২২:৪৩
ফাইল ছবি

বাংলাদেশকে দ্রুততম সময়ের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে এ অনুরোধ জানান তিনি।

জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজের চাহিদাসহ বাংলাদেশের অবস্থান সম্পর্কে অবগত আছেন।

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত এর আগে বাংলাদেশকে ৩২ লাখ ডোজ টিকা উপহার দিলেও এখন নিজেদের চাহিদাই মেটাতে পারছে না। তাই তারা টিকা রপ্তানিতে দিয়েছে নিষেধাজ্ঞা।

মঙ্গলবার সেরামের নির্বাহী প্রধান আদর পুনাওয়ালা বলেছেন, ভারতকে বাদ রেখে তারা বাইরে টিকা দেয়ার কথা ভাববে না।

এদিকে টিকা না পেয়ে বাংলাদেশ সরকার নতুন করে প্রথম ডোজ দেয়া বন্ধ রেখেছে। যে টিকা এখন মজুদ আছে, দ্বিতীয় ডোজও সবার দেওয়া সম্ভব হবে না। এ অবস্থায় টিকা পেতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানালেন মোমেন।

টেলিফোন আলাপে ড. মোমেন ভারতে ঘূর্ণিঝড়সহ করোনা আক্রান্ত হয়ে মৃতদের প্রতি শোক প্রকাশ করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। এছাড়া মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

ঢাকাটাইমস/১৮মে/ ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :