প্রতিবেশীর ফোন কলে বিয়ে থেকে বাঁচলো স্কুলছাত্রী

প্রকাশ | ১৯ মে ২০২১, ১৯:২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ভোলা জেলার লালমোহনে পুলিশের জরুরি সেবার ৯৯৯ নাম্বারে কল দিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বাল্যবিয়ে থেকে বাঁচালেন তার প্রতিবেশি। লালমোহন থানার চরবোতা ইউনিয়নের বালুর বাজার গ্রামে এ ঘটনা ঘটে।

 

বুধবার বিকালে জাতীয় জরুরি সেবা সেলের ইনেসপেক্টর আনোয়ার সাত্তার ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত এগারোটায় ভোলার লালমোহন থানার চরবোতা ইউনিয়নের বালুর বাজার থেকে ওই কলার এই তথ্য জানান।

৯৯৯ নম্বরে ফোন করে তার নাম পরিচয় গোপন  রাখার শর্তে ওই প্রতিবেশী জানান, তাদের গ্রামে তার প্রতিবেশী ১৫ বছর বয়সী নবম  শ্রেণির ছাত্রী এক কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেয়া হচ্ছে। জাতীয় জরুরি সেবা সেল থেকে তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে লালমোহন থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়।

 

সংবাদ পেয়ে লালমোহন থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিয়েটি বন্ধ করে দেয়া পুলিশ। কিশোরীর অভিভাবক এই মর্মে মুচলেকা দেন যে তাদের মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তারা বিয়ের আয়োজন করবেননা।  

 

ঢাকাটাইমস/১৯ মে/ এআর/ইএস