টেকনাফে ২৮ হাজার ইয়াবাসহ ছয়জন আটক

প্রকাশ | ১৯ মে ২০২১, ২১:৪৮

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

কক্সবাজারের টেকনাফের বাজার ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবা এবং ছয়জন ইয়াবা পাচারকারীসহ একটি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার টেকনাফ লে. কমান্ডার এম মিরাজুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান চলাকালে টেকনাফ বাজার ঘাটে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌকাটিকে জব্দ করে কোস্ট গার্ডের অভিযান পরিচালনাকারী দল। পরে নৌকাটি তল্লাশি করে ২৮ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়।

আটকরা হলেন- মো. আব্দুল্লাহ(২৭), মো. ইব্রাহিম(৩০), মো. আলম(২৬), মো. ইয়াছির (৩২), নুর মোহাম্মদ (২৭) ও করিম উল্লাহ(৩৪)।

আটক ইয়াবা পাচারকারী এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নৌকাটি পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯মে/কেএম)