রাত ভর নিখোঁজ, সকালে ফসলি ক্ষেতে যুবকের লাশ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মে ২০২১, ১৯:৪৮

পটুয়াখালীর কুয়াকাটায় ফসলি ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম মিরাজ ভদ্র (২২)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। মিরাজ উপজেলার কচ্ছপখালী এলাকার সিদ্দিক ভদ্রের ছেলে। তিনি পেশায় যাত্রীবাহী মোটরসাইকেলচালক ছিলেন। শুক্রবার বেলা ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার কচ্ছপখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলছে, মিরাজ ভদ্র সাত মাস আগে বিয়ে করেন। স্ত্রীর সঙ্গে তার মামাতো ভাইয়ের পূর্বে সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারে জানাজানি হলে বিবাহ বিচ্ছেদ হয়, পরে তিন মাস আগে দ্বিতীয় বিয়ে করেন নিহত মিরাজ ভদ্র।

বিবাহ বিচ্ছেদের পরেও মিরাজ প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। এ নিয়ে বৃহস্পতিবার মিরাজ ভদ্রের সঙ্গে তার প্রথম স্ত্রীর মামাতো ভাই রাকিবের সহযোগীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

মিরাজের পিতা সিদ্দিক ভদ্র অভিযোগ করেছেন, প্রথম স্ত্রীর প্রেমিক রাকিব ও তার সহযোগিরা তার ছেলেকে হত্যা করেছে।

এদিকে মিরাজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাসার বাইরে যায়, রাতে আর বাসায় ফেরেনি বলে জানিয়েছেন তার বর্তমান স্ত্রী। তিনি জানান, স্বামী বাসায় না ফেরায় মোবাইল ফোনে বারবার কল করেছে তিনি। কিন্তু মোবাইল বন্ধ ছিল।

সকাল পর্যন্ত মিরাজ ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করে। পরে ওই এলাকার তামিম নামে এক শিশু ফসলি ক্ষেতে লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান।

স্থানীয়রা লাশ দেখে শনাক্ত করে এবং পুলিশে খবর দেয়। মহিপুর থানা পুলিশ লাশটি শনাক্ত ও উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঢাকাটাইমসকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে লাশের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে।’

উদ্ধার মোবাইল ফোনটিকে মামলার আলামত হিসেবে দেখছে পুলিশ।

(ঢাকাটাইমস/২১মে/কারই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :