মাগুরায় বাল্যবিয়ে বন্ধ, কনের বাবার মুচলেকা

প্রকাশ | ২১ মে ২০২১, ২০:০৭

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

মাগুরা সদর উপজেলার রামদেরগাতি গ্রামের এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে ঠেকালো পুলিশ। শুক্রবার সকালে কনের বাড়িতে পুলিশ উপস্থিত হয়ে কনের অভিভাবকদের বিয়ে বন্ধের নির্দেশ দেয়। ওই কিশোরী স্থানীয় ছোটজোকা আলীম মাদ্রাসার ছাত্রী।
শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রামদেরগাতি গ্রামে এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে দেয়া হচ্ছে এ মর্মে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তথ্য দেন। সংবাদ পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে দেখা যায়, বিয়ের সবরকম আনুষ্ঠানিকতার কার্যক্রম চলছিল। বর মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামের একজন কাঠ ব্যবসায়ী। এ সময় কনের বয়স জানতে জন্মনিবন্ধন সনদে দেখা যায় তার বিয়ের বয়স ১৬ বছর। তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধের জন্য বলা হয় অভিভাবকদের। তবে বর পক্ষের কাউকে ওই বাড়িতে পাওয়া যায়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন কবির জানান, সকালে স্থানীয়দের সংবাদে কনের বাড়িতে পুলিশ পাঠানো হয়। কনের বিয়ের বয়স পূর্ণ না হওয়ায় অভিভাবকদের বিয়ে বন্ধে নির্দেশ দেয়া হয়। পাশাপাশি শাহিদুল শেখ তার মেয়েকে বাল্যবিয়ে দেবে না মর্মে মুচলেকা দেন।
(ঢাকাটাইমস/২১মে/এলএ)