চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পিছিয়ে ২০ আগস্ট

প্রকাশ | ২৩ মে ২০২১, ২০:৩৬

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ২০ আগস্ট। চলবে ২৭ আগস্ট পর্যন্ত। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে এক সপ্তাহ সময় ধরে পরীক্ষাগুলো নেয়া হবে। পরীক্ষাগুলো ইউনিটভিত্তিক দুই বা তিন শিফট করে নেয়া হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৭ জন শিক্ষার্থী। চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে চার হাজার ৯২৬টি আসনে ভর্তির জন্য চূড়ান্তভাবে মোট আবেদন জমা পড়েছে এক লাখ ৮৩ হাজার ৮৬৩টি।

এর আগে ডিনস কমিটির সভায় প্রাথমিক সিদ্ধান্ত ২২ জুন থেকে ৮ জুলাইয়ের মধ্যে চারটি ইউনিটের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/২৩মে/কেএম)