বায়তুল মোকাররমের প্রথম খতিবের মৃত্যবার্ষিকী পালিত

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৩ মে ২০২১, ২২:১৬

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম খতিব মুফতি সাইয়্যেদ মুহাম্মাদ আমীমুল ইহসান বারকাতি (রহ.)-এর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার ২৩ই মে ২০২১ বাদ আসর রাজধানীর কলুটোলা মসজিদে মুফতি আমীমুল ইহসান একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় একাডেমির পরিচালক এবং হাবীবিয়া জামে মসজিদের খতিব মাওলানা সাইয়্যেদ মুহাম্মাদ নাইমুল ইহসান বারকাতী বলেন, হজরত মুফতি সাহেব যে কারণে প্রশিদ্ধ ও সম্মানিত হয়েছেন- সেটা হচ্ছে তার অনবদ্য ফতোয়ার কারণে।

উল্লেখ্য, মুফতি সাইয়্যেদ মুহাম্মাদ আমীমুল ইহসান বারকাতি (রহ.) ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সর্বপ্রথম খতিব (১৯৬৪-১৯৭৪) ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব। তিনি ছিলেন একাধারে মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ ও মুফতি এবং বহু উচ্চ মানসম্পন্ন ইসলামী গ্রন্থাবলীর রচয়িতা ও সংকলক। ইসলামের সেবায় ও দাওয়াতি কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ১৯৮৪ সালে তাকে মরণোত্তর স্বর্ণপদক ও সনদ দান করেন।

(ঢাকাটাইমস/২৩মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :