পথের ক্ষণিক প্রীতি

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
 | প্রকাশিত : ২৫ মে ২০২১, ১৪:১০

চলার পথটা যতো করি মসৃণ,

ততোই দেখছি ফুরিয়ে আসছে দিন।

পথের তবুও মসৃণ হওয়া বাকি,

আমি চলে যাই সে পথকে দিয়ে ফাঁকি।

পথ থেকে ঘটে পথিকের উচ্ছেদ;

তাতে নেই পথের বিন্দুমাত্র খেদ।

পথ তো বোঝেনা পথিকের হিতাহিত,

পথ শুধু চায় নতুন পথের পথিক।

এক পান্থের চলাটা খান্ত হলে,

নতুন পান্থ সেই পথ ধ’রে চলে।

পথের যখনি নতুন পথিক মিলে,

তার দিশা খোলে নয়া নয়া মঞ্জিলে।

পথের বুকে পথিক আসে ভিন্ন,

পথ থেকে মোছে অতীতের পদচিহ্ন।

পথ রয়ে যায় পথের মাঝেই পড়ে,

পথিকেরই ঘটে যাত্রা পথান্তরে।

পথ বুকে ধরে শুধু ক্ষণিকের প্রীতি,

পথ মুছে ফেলে অতীতের সব স্মৃতি।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :