ইয়াসের প্রভাবে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মে ২০২১, ১২:২৬

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে পদ্মানদী। বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হলেও স্বাভাবিক ছিল ফেরি চলাচল। তবে বুধবার ভোর ছয়টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিটিএ ও বিআইডব্লিটিসি'র বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সরেজমিনে দেখা গেছে, ফেরিঘাটের পল্টনে যাত্রীদের বেশ ভিড় রয়েছে। লঞ্চ বন্ধ থাকলেও তারা জানতেন না ফেরি বন্ধ রয়েছে।

গণমাধ্যমকর্মী আসাদুজ্জামান লিমন বলেন, প্রায় দেড় ঘণ্টা পল্টনে অপেক্ষা করলাম। কিন্তু বাংলাবাজার ফেরিঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে কোনো ফেরি ছাড়ছে না। ঢাকায় জরুরি কাজ থাকলেও এখন বাড়ি ফিরে যেতে হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাকিব নামে আরেক ছাত্র বলেন, পদ্মায় প্রবল ঢেউ দেখা যাচ্ছে। দীর্ঘ অপেক্ষার পর বাড়ি ফিরে যাচ্ছি। ফেরি কখন ছাড়ে তার ঠিক নেই।

এদিকে ঘাট কর্তৃপক্ষ অ্যানাউন্স করে যাত্রীদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফেরি ও লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিটিএ ও বিআইডব্লিটিসির বাংলাবাজার ঘাট সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। রাত ২টার দিকে ডাম্প ফেরি বন্ধ করে দেয়া হয়। এছাড়াও ভোর ছয়টা থেকে রোরো, কেটাইপ ও মিডিয়ামসহ সকল ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/২৬মে/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :