বাউফলের সাত হাজার টিকা গ্রহণকারীর দ্বিতীয় ডোজের অনিশ্চয়তা

প্রকাশ | ২৬ মে ২০২১, ১৭:৫৮

কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে করোনা প্রতিষেধক শেষ হয়ে যাওয়ায় প্রায় সাত হাজার জনের দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাউফল উপজেলা স্বাস্ত্র কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলা এ পর্যন্ত চার হাজার ৪৫১ জনকে অক্সর্ফোড অ্যাস্ট্রাজেনেকা কোভিসিল্ড-এর দ্বিতীয় বা পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে। এই টিকার প্রথম ডোজ নিয়েছেন আরও ছয় হাজার ৮৩৫ জন। কিছু দিনের মধ্যেই তাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার কথা। কিন্তু টিকা সরবরাহ না থাকায় তাদের দ্বিতীয় ডোজের টিকা নেওয়া অনিশ্চিত হয়ে পরেছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. প্রশান্ত কুমার সাহা বলেন, ‘আমরা দ্বিতীয় ডোজের টিকা প্রথম ডোজের টিকা গ্রহণের দুই মাসের মধ্যে দিয়েছি। দ্বিতীয় পর্যায়ে যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ টিকা দুই মাসের মধ্যে নেওয়ার কথা থাকলেও সরবরাহ না থাকায় তাদের যথা সময়ে টিকা দেওয়া যাচ্ছেনা। তবে তিন মাসের মধ্যে দ্বিতীয় ডোজ টিকা নেওয়া যাবে। আশা করছি, এর মধ্যেই আমরা দ্বিতীয় ডোজের টিকা পেয়ে যাব।’

উত্তম কর্মকার নামে এক ব্যক্তি বলেন, ‘আগামী ৬ জুন আমার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার কথা। কিন্তু অক্সফোর্ডের টিকা সরবরাহ নাই। তাই দ্বিতীয় ডোজের টিকা নিয়ে আমি অনিশ্চয়তার মধ্যে পরেছি। এরপড় যদি অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা কোভিসিল্ড টিকা সরকার না পায় তাহলে অন্য কোম্পানির টিকার দ্বিতীয় ডোজে কি হবে না হবে একটা চিন্তা থেকেই যায়।’

এ বিষয়ে পটুয়াখালী জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সুপন বলেন, এ নিয়ে কোনো প্রকার হতাশার কারন নাই। কারণ দুই কোম্পানির টিকা একই শরীরে দিলে প্রতিক্রিয়া পার্শ্বপ্রতিক্রিয়া সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করেই সরকার সরবরাহ করবে। আশা করি, খুব অল্প সময়ের মধ্যে এর সমাধান হবে।’

(ঢাকাটাইমস/২৬মে/পিএল)