ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাগেরহাটের তিন শতাধিক বাড়ি-ঘর প্লাবিত

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মে ২০২১, ১৯:১২

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে উপকূলীয় বাগেরহাটের নদী তীরবর্তী তিন শতাধিক বাড়ি-ঘর প্লাবিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শুরু হওয়া জোয়ারের পানি ঢুকে এসব বাড়ি-ঘর প্লাবিত হয়। এছাড়া বাঁধ উপচে ও স্লুইচ গেট দিয়ে জোয়ারের পানি ঢুকে বাগেরহাট সদরে কিছু মাছের ঘের তালিয়ে গেছে। বাড়িঘরে ওঠা পানি ভাটার সময় নেমে যাবে।

সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার বলেশ^র নদের তীর সংলগ্ন বেড়িবাঁধের বাইরে বগী, তেড়াবেকা, খুড়িয়াখালী, সোনাতলা গ্রাম এবং মোরেলগঞ্জ উপজেলার দোনা, শ্রেণিখালি, নিশানবাড়িয়া ও ছোলমবাড়িয়া গ্রামের তিন শতাধিক বাড়ি প্লাবিত হয় বলে জানান বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী বিশ^জিৎ বৈদ্য।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) এএসএম রাসেল বলেন, বাগেরহাটের প্রধান নদ-নদীগুলোতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় মোংলা, রামপাল, শরণখোলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট সদর উপজেলার কিছু এলাকায় বাঁধ উপচে ও স্লুইচ গেট দিয়ে ভেতরে পানি ঢুকেছে বলে খবর পাচ্ছি। এরমধ্যে বাগেরহাট সদরের মাঝিডাঙা এলাকায় স্লুইচ গেট দিয়ে পানি ঢুকে কিছু মাছের ঘের তলিয়ে গেছে। বাগেরহাটে কত সংখ্যক মাছের ঘের ভেসে গেছে তার তথ্য নিতে উপজেলা মৎস্য কর্মকর্তারা মাঠে কাজ করছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাগেরহাটের নদনদীতে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেড়েছে। বুধবারের জোয়ারের পানি ঢুকে বেশকিছু নিচু এলাকার বাড়ি-ঘর প্লাবিত হয়েছে। স্থানীয় প্রশাসন জোয়ারের পানিতে সাধারণ মানুষের কি পরিমাণ ক্ষতি হয়েছে তার খোঁজ-খবর নিতে শুরু করেছে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী বিশ^জিৎ বৈদ্য বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাগেরহাট প্রধান নদ-নদীগুলোতে জোয়ারের পানির প্রবল চাপ ছিল। বুধবারে এখানকার নদ-নদীতে দুই থেকে আড়াই ফুট পানির উচ্চতা বৃদ্ধি পায়। বাগেরহাটের তিনটি পোল্ডারের অধীনে থাকা বেড়িবাঁধের কয়েকটি স্থান দিয়ে পানি উপচে ভেতরে ঢুকেছে। এছাড়া বাঁধের বাইরে থাকা কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভাটার সময় ওই জোয়ারের পানি নেমে যাবে। তবে কোথাও বেড়িবাঁধ ভেঙে যায়নি।

(ঢাকাটাইমস/২৬মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :