গাছের সাথে শত্রুতা...

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মে ২০২১, ১৯:৩৯

মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে বিভিন্ন প্রজাতির প্রায় তিন শতাধিক গাছ কেটে ফেলেছেন প্রতিপক্ষের লোকজন। বুধবার সকালে ক্ষতিগ্রস্তরা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। গাছগুলো এখনো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। মঙ্গলবার সকালে কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের পশ্চিম শশীকর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানান, পশ্চিম শশীকর গ্রামের মিন্টু লাল সরকারের সাথে একই এলাকার সমির হালদারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে সকালে সমির হালদার ৩০ থেকে ৪০ জন সমর্থক নিয়ে মিন্টুর জমির তিন শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ডাসার থানা পুলিশ। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগও করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মিন্টু লাল সরকার জানান, আমার সাথে জমিজমা নিয়ে বিরোধের জেরে ২৭০টি মেহগনি গাছ, ১৬টি কলা, ৪টি সুপারি, লেবু ৫টি, কাঁঠাল ১০টি, পেঁপে গাছ ৩টিসহ ৩৩০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে। আমি এই গাছ হত্যার বিচার চাই।

অভিযোগের বিয়ষ সমির হালাদার বলেন, ‘এই জমিতে আমিও ভাগ পাব। তাই আমরা আমাদের গাছ কেটেছি। মিন্টু লাল জোরপূর্বক নিজের গাছ বলে দাবি করছে। আমি এখানে ঘর নির্মাণ করব বলে গাছগুলো কেটেছি। এতে আমার তো কোন দোষ দেখি না।’

ডাসার থানার ওসি হাসানুজ্জামান জানান, ‘গাছ কর্তনের ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কেন গাছগুলো কাটা হলো তা খতিয়ে দেখা হবে।’

(ঢাকাটাইমস/২৬মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :