শিক্ষামন্ত্রীর ঘোষিত নতুন ছুটি প্রত্যাখ্যান কুবি শিক্ষার্থীদের

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ মে ২০২১, ২০:১০ | প্রকাশিত : ২৭ মে ২০২১, ২০:০৯

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি গত বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছেন। শিক্ষামন্ত্রীর এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। এতে সঞ্চালক ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রায়হান আহমেদ আবির।

রায়হান আহমেদ বলেন, প্রথমত আমরা শিক্ষামন্ত্রীর ঘোষিত নতুন ছুটি প্রত্যাখ্যান করলাম এবং আগামী রবিবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে একটি প্রতিবাদ সমাবেশ করবো। যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসছে ততক্ষণ পর্যন্ত অবস্থান জারি রাখব। আমাদের একমাত্র দাবি, বিশ্ববিদ্যালয় খোলা চাই এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো পরীক্ষার তারিখ যেন নিশ্চিত করা হয়।

তিনি বলেন, আমরা জেনেছি ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জানিয়েছে তাদের ডিনদের সঙ্গে পরামর্শ করে অনুমতি নিয়ে পরীক্ষার তারিখ দেবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ও একই কাজ করেছে। তবে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে এখনো কিছু জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে অন্যান্য বক্তারা বলেন, করোনার অজুহাত দিয়ে দীর্ঘদিন যাবত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে। সবকিছু যখন চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সমস্যা কোথায়? শিগগির শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে আমরা কঠোর আন্দোলনে যাবো। আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায়ে সচেষ্ট থাকবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী কামরুল হাসান, রসায়ন বিভাগের ১১ ব্যাচের তাহসিন, বাংলা বিভাগের ১১ ব্যাচের আব্দুর রহমান, অর্থনীতি ১২ ব্যাচের মাহদী হাসান অভিসহ অনেকে।

(ঢাকাটাইমস/২৭মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :