বাংলাবাজার-শিমুলিয়ায় সীমিত ফেরি চলাচল শুরু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মে ২০২১, ২২:৫৮

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে উঠে পদ্মা। ফলে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ও বুধবার ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে বৃহস্পতিবার রাত ৯টা থেকে পদ্মার পরিস্থিতি যাচাইয়ের জন্য দুটি ফেরি চলাচল করছে। বিআইডব্লিটিএ বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন বলেন, 'ফেরি স্বাভাবিকভাবে চলাচল করলে লঞ্চও স্বাভাবিকভাবে চলবে'।

ফেরিঘাট সূত্র জানায়, 'যাত্রীদের দুর্ভোগ ও জরুরি কিছু গাড়ি কয়েক ঘণ্টা আটকা পড়ে আছে। বিষয়টি দুঃখজনক হলেও আমাদের কিছু করার ছিল না। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এমন পরিস্থিতির স্বীকার হতে হয়েছে।'

বিআইডবিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সীমিত পরিসরে আমরা ফেরি চালু করেছি। একটি কে-টাইপ ফেরি ঘাট ছেড়ে গেছে। মাঝপদ্মায় পরিস্থিতি স্বাভাবিক থাকলে ফেরি চলাচল করবে।'

(ঢাকাটাইমস/২৭মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :