জানাজায় মায়ের জন্য দোয়া চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ মে ২০২১, ১৬:৩১ | প্রকাশিত : ২৮ মে ২০২১, ১৬:২৪

জানাজায় প্রয়াত মায়ের জন্য দোয়া চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ গড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজায় তিনি মা ফৌজিয়া মালেকের জন্য দোয়া চান।

এসময় মন্ত্রী বলেন, আমার মা জীবিত থাকাকালে নিয়মিত নামাজ-রোজা করেছেন। কখনো কারো সাথে খারাপ আচরণ করেননি। আমার মায়ের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন মাকে বেহেশত নসিব করেন।

জানাজা শেষে ফৌজিয়া মালেককে গড়পাড়াস্থ পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। এর আগে সকালে সাটুরিয়া উপজেলার হরগজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফৌজিয়া মালেক বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

(ঢাকাটাইমস/২৮মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :