সৌদি আরবে সবাই নেগেটিভ, অনুশীলনে জামালরা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মে ২০২১, ১৫:৪৯ | প্রকাশিত : ২৯ মে ২০২১, ১৫:৪২

বিশ্বকাপ এবং এশিয়া কাপের বাছাইপর্বের তিন ম্যাচের প্রস্তুতির জন্য সৌদি আরবে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে গিয়ে সবার করোনা টেস্টে নেগেটিভ এসেছে। আর সেই সঙ্গে অনুশীলনে নেমেছে জামাল ভূঁইয়া বাহিনী।

কাতার পৌঁছে শুক্রবারই প্রথম করোনা পরীক্ষা করা হয়েছে বাংলাদেশ বহরের সবাইকে। সে পরীক্ষায় সবার ফলাফল এসেছে নেগেটিভ। তাই আজ থেকেই অনুশীলনে নেমে পড়বেন জাতীয় দলের ফুটবলাররা।

প্রাথমিকভাবে নির্ধারিত সূচি অনুযায়ী রোববার থেকে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। প্রথম করোনা পরীক্ষায় যাদের নেগেটিভ আসবে, তারাই পাবেন রোববার অনুশীলনের অনুমতি- এমনটাই ঠিক করা ছিল।

বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, `সৌদি আরবে পৌঁছেই আমরা নমুনা দিয়েছিলাম। আজ(শনিবার) রিপোর্ট এসেছে। সবাই নেগেটিভ। আজ বিকাল থেকে আমরা মাঠের অনুশীলন শুরু করব।`

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি থাকা তিন ম্যাচ মাঠে গড়াবে- ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে।

(ঢাকাটাইমস/২৯মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :