ইউআইটিএসের বসন্তকালীন নবীনবরণ রবিবার

প্রকাশ | ২৯ মে ২০২১, ১৬:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস— ইউআইটিএসের বসন্তকালীন সেমিস্টার ২০২১ এর নবীনবরণ আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। এদিন বিকাল চারটায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির নবীন শিক্ষার্থীরাসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেবেন।

ইউআইটিএস উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট কম্পিউটারবিজ্ঞানী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এম কায়কোবাদ ও ইউআইটিএসের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেবেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ ন ম শরীফ।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, লিগ্যাল অ্যাডভাইজার এডভোকেট ড. মো. আবদুল মান্নান ভূঁইয়া ও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. নজরুল ইসলাম।

এছাড়াও ফ্যাকাল্টি অব লিবারাল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেসের ডিন সৈয়দা আফসানা ফেরদৌসী, ফ্যাকাল্টি অব বিজনেসের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো. মাজহারুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ ও প্রক্টর মো. তরিকুল ইসলাম আলোচনায় যোগ দেবেন।

নবীন শিক্ষার্থীরাসহ সংশ্লিষ্ট সকলকে ভার্চুয়াল নবীনবরণ অনুষ্ঠানে যথাসময়ে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ইউআইটিএস রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।

(ঢাকাটাইমস/২৯মে/ডিএম)