সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশ | ২৯ মে ২০২১, ১৯:২৪

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের মোহনপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম এরশাদ আলী (৩৫)। পেশায় তিনি একজন আইনজীবী। শনিবার সকালে নাস্তার সময় নিজ বাড়িতে ভেজা হাতে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎতাড়িত হন। পরিবারের লোকজন উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

নিহত যুবক মোহনপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

সিংড়ার বিল হালতি ত্রিমোহনী অনার্স কলেজের সহকারী অধ্যাপক আখতারুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবক তার কলেজের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে কলেজের শিক্ষকবৃন্দ গভীরভাবে শোকাহত।

এ বিষয়ে লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, তিনি বিষয়টি অবগত নন।

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত তার মৃত্যুর খবর থানায় আসেনি।

(ঢাকাটাইমস/২৯মে/এলএ)