টানা নবমবারের মতো ডিপিএলের স্পন্সর ওয়ালটন

প্রকাশ | ৩০ মে ২০২১, ১৬:১২

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

শ্রীলঙ্কা সফরের পর আগামীকাল(সোমবার) থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। ঘরোয়া প্রতিযোগিতাটি শুরু হওয়ার একদিন আগে স্পন্সর ঘোষণা করা হয়েছে। টানা নবমবারের মতো ডিপিএলের স্পন্সর হলো ওয়ালটন।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু ডিপিএলের স্পন্সর হিসেবে ওয়ালটন গ্রুপের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার থেকে ১২ দল নিয়ে শুরু হবে ঢাকা লিগ। মিরপুর ও বিকেএসপির দুটি মাঠে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে ঢাকার সেরা ক্লাবগুলো। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসর ঢাকা লিগ।

আসরের উদ্বোধনী দিনে মাঠে নামবে অংশগ্রহণকারী ১২টি দলই। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে লড়বে আবাহনী লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।

একইসময় বিকেএসপির তিন নম্বর মাঠে লেজেন্ডস অব রুপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস স্পোর্টস এবং চার নম্বর মাঠে খেলবে প্রাইম দোলেশ্বর ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। দিনের পরের ম্যাচগুলো হবে দুপুর দেড়টা থেকে। অর্থাৎ প্রতিদিন প্রতিটি মাঠে দুইটি করে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/৩০মে/এমএম)