ফারইস্ট স্টকের পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত বিএসইসির

প্রকাশ | ৩০ মে ২০২১, ১৬:৪৯ | আপডেট: ৩০ মে ২০২১, ১৬:৫৩

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)ফারইস্ট স্টক এন্ড বন্ড লিমিটেডের পর্ষদকে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে।বিএসইসির ৭৭৫ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক এবং মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে,  ফারইস্ট স্টক এন্ড বন্ড লিমিটেডের কর্তৃক কমিশনের নির্দেশনা পরিপালনে ব্যর্থতা, পুঁজিবাজারের শৃংখলা রক্ষা এবং বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন, ১৯৬৯ এর সেকশন ২০এ এ প্রদত্ত ক্ষমতা বলে কমিশন কর্তৃক উক্ত কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

(ঢাকাটাইমস/৩০মে/এসআই)