জ্যৈষ্ঠ মাস

প্রকাশ | ৩০ মে ২০২১, ১৮:০১ | আপডেট: ৩০ মে ২০২১, ১৯:৪৮

মুহাম্মদ তাজুল ইসলাম

জ্যৈষ্ঠ মাসে আম পাকে

আরও পাকে জাম

এই মাসে ফলের গন্ধে

ভরলো সারা গ্রাম।

.

 

জ্যৈষ্ঠ মাস তাই সবার কাছে

হইল মধুমাস

দেশি ফলের মৌ মৌ গন্ধে

পাই যে সেই সুবাস।

 

.

লিচু ও পাবে জ্যৈষ্ঠ মাসে

আরও পাবে জামরুল

জাতীয় ফল কাঁঠাল খেতে

হয় না যেন ভুল।

 

.

তরমুজ পাকে জ্যৈষ্ঠ মাসে

আরও পাকে কলা

ফল খাবো তাই সবাই মিলে

পুষ্টির কথা বলা।

 

.

বছর ঘুরে পায় জ্যৈষ্ঠ

হরেকরকম ফল

খেলে তবে পুষ্টি পাবে

বাড়বে মনোবল।

 

.

গ্রীষ্মকালে সোনার দেশে

এলো জ্যৈষ্ঠ মাস

শত ফলের মধুমাসে

করছি বসবাস।

 

.

লেখক: কবি ও কলামিস্ট