চাঁপাইনবাবগঞ্জে লকডাউন আরও ৭ দিন বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ মে ২০২১, ১৬:৩৮ | প্রকাশিত : ৩১ মে ২০২১, ১২:৪৪
প্রতীকী ছবি

চাপাইনবাবগঞ্জে লকডাউন আরও ৭ দিন বাড়ল। এর আগে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ২৪ মে চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। যা আজ ৩১ মে শেষ হচ্ছে।

ওই সময় রোগী শনাক্তের হার ছিল ৫৫ শতাংশ। ফলে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে লকডাউন ঘোষণা করেন। রবিবার (৩০ মে) রাতে পাওয়া প্রতিবেদন অনুযায়ী এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ শতাংশ।

তবে লকডাউন চলাকালে জরুরি পরিসেবা চালু থাকবে।

জরুরি পরিষেবা যেমন- কৃষি উপকরণ, খাদ্যশস্য পরিবহন, কোভিড টিকা, ত্রাণ বিতরণ, গণমাধ্যমকর্মী, ইন্টারনেট লাইন সংযোগ সংশ্লিষ্টরা লকডাউনের আওতার বাইরে থাকবেন।

কঠোর লকডাউনে সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক চলাচল করবে। এছাড়া শিল্প কলকারখানার শ্রমিকরা নিজস্ব পরিবহনে যাতায়াত করবেন।

আগামী ৭ দিন বাইরের জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জে কোনো পরিবহন ঢুকতে পারবে না এবং জেলা থেকে অন্য কোথাও যেতে পারবে না। অর্থাৎ আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে।

(ঢাকাটাইমস/৩১মে/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :