আবুল খায়ের গ্রুপের লুট হওয়া মালামাল উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ মে ২০২১, ১৫:১২ | প্রকাশিত : ৩১ মে ২০২১, ১৪:৩৩

চট্টগ্রামের ডবলমুরিংয়ে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির লুট হওয়া ৩৩ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

পুলিশ জানায়, গত ২৭ মে ভোর ৪টায় আবুল খায়ের গ্রুপের খাজা ট্রেডার্স নামে এক পরিবেশকের গুদাম থেকে এসব মালামাল লুট হয়। এ লুট চক্রের সঙ্গে জড়িত বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। ছেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী।

অন্যদিকে এ সম্পর্কে বিস্তারিত জানাতে সোমবার বেলা সাড়ে ১১টায় ডবলমুরিং থানায় সংবাদ সম্মেলন করা হয়।

ওই গুদামের পরিবেশক এমএম হোসাইন পারভেজ ঢাকাটাইমসকে জানান, অফিসে শাহ আলম নামে এক স্টোরকিপার থাকতেন। ওইদিন ভোর ৪টার দিকে ১০ থেকে ১২ জন ডাকাত দল অস্ত্রসহ এসে গুদামের তালা ভাঙে। এসময় তালা ভাঙার শব্দে তিনি বের হলে তাকে দেশি অস্ত্র দিয়ে আঘাত করে বসিয়ে রাখে ডাকাতরা। রাতে তারা পাহাড়তলী আবুল খায়ের অফিসেও হানা দিয়েছিল। এসময় দুই দারোয়ানকে বেঁধে রাখে। সুবিধা করতে না পেরে কদমতলীতে আমাদের গুদামে ডাকাত দল হানা দেয়। গুদাম থেকে ১০১ কার্টন মালামাল তুলে নিয়ে যায় তারা।

ওসি জানান, গ্রেপ্তারকৃতরা শুধু গত চার মাসেই কোটি টাকার বেশি মূল্যের মালামাল লুট করেছে। গত পাঁচ বছরে চক্রটি প্রায় ৫০টি ডাকাতির ঘটনায় প্রায় ১০ কোটি টাকার মালামাল লুট করে।

তিনি আরও জানান, সম্প্রতি পতেঙ্গায় গুদামের মালামাল লুট করার সময় বাধা দেওয়ায় একজনকে হত্যা করা হয়েছে। এছাড়া কোথাও বাধাপ্রাপ্ত হলে গুলিও করে চক্রটি।

(ঢাকাটাইমস/৩১মে/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :