কুড়িগ্রামে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

প্রকাশ | ৩১ মে ২০২১, ১৬:০৩

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

সারাদেশের মতো ‘আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও আলো চনাসভার আয়োজন করা হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা তামাকের ক্ষতিকর এবং নেতিবাচক দিকগুলো তুলে ধরে আগামি প্রজন্মকে বাঁচাতে ও সুস্থ জীবন গড়তে তামাক ছাড়তে আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তব্য দেন- ডিডিএলজি জিলুফা সুলতানা, ডেপুটি সিভিল সার্জন এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকী, এনডিসি হাসিবুল হাসান, নির্বাহী হাকিম আমিনুল ইসলাম বুলবুল, জেলা সেনিটারি ইন্সপেক্টর জহুরুল হক প্রমুখ।

(ঢাকাটাইমস/৩১মে/পিএল)