দখলদারদের হামলায় ১৫ বনকর্মী আহত

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মে ২০২১, ১৬:৩০

অবৈধভাবে ঘর নির্মাণে বাধা দেওয়ায় দখলকারীদের হামলায় রাঙ্গুনিয়া বন রেঞ্জ কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে জানান রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী।

সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা বন বিটে শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকোপার্কের জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বন কর্মকর্তারা হলেন- রেঞ্জ অফিসার মাসুম কবির, এফজি ইসমাইল হোসেন, বাগান মালি জ্যোতির্ময় বড়ুয়াকে, বাগান মালি আনোয়ার হোসেন, পার্কের কর্মী ইকবাল হোসেন, আব্দুল হাই, সাইফুল ইসলাম ও মোহাম্মদ মাসুম। এর মধ্যে রেঞ্জ অফিসার মাসুম কবির ও এফজি মোহাম্মদ ইসমাইল হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কোদালা বন বিট কর্মকর্তা হাসানুজ্জামান জানান, বাধা উপেক্ষা করে পার্কের জায়গায় গত কয়েকদিনে অবৈধভাবে তিনটি ঘর নির্মাণ করা হয়। সকালে রাঙ্গুনিয়া বন রেঞ্জের বনকর্মীরা ওই ঘর ভেঙে দিতে গেলে ৩০/৩৫ জনের দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ করে। এসময ধারালো দা, কিরিজ ও লাঠিসোঁটা দিয়ে কুপিয়ে এবং বেধড়ক আঘাত করেছে তাদের।

ওসি মাহবুব মিল্কী ঢাকাটাইমসকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তারও করেছি। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/৩১মে/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :