ইটভাটার ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মে ২০২১, ২০:১৭

মানিকগঞ্জের সিংগাইরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান পুড়ে যাওয়া কৃষকদের ক্ষতিপূরণ ও চারটি ইটভাটা উচ্ছেদের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের বাস্তা-মানিকনগর সড়কে শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

‘ইটভাটার করাল গ্রাস, জামির্ত্তা ইউনিয়নের পাকা ধানের সর্বনাশ’ এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, আবু সায়েম, আবুল কালাম ও শাহিনুর রহমান সেন্টু প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, জামির্ত্তা ইউনিয়নের হাতনি চকে ফসলি জমিতে গড়ে ওঠা এমএইচবি, জিএইচবি, টিএইচবি ও মেসার্স ডায়মন্ড ব্রিকস নামে চারটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষককের অনেক ধান পুড়ে গেছে। কৃষি জমিতে গড়ে ওঠা ওই চারটি ইটভাটা উচ্ছেদসহ দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।

দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি পূরণ না হলে মানববন্ধন থেকে শুক্রবার কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন বলেন, ইটভাটার কারণে ৫১ একর জমির ধান নষ্ট হয়েছে। ইতিমধ্যে ১০০ ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা সম্পন্ন হয়েছে। আরো যাচাই-বাছাই চলছে। ক্ষতিগ্রস্ত কোন কৃষকই বাদ পড়বে না বলে তিনি আরো জানান।

(ঢাকাটাইমস/৩১মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :