সশরীরে পরীক্ষা নিতে চায় কুবি

প্রকাশ | ৩১ মে ২০২১, ২২:৩২

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস

শিক্ষা মন্ত্রণালয়ের সাথে উপাচার্যদের সভায়  সশরীরে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য এবং সে বিষয়ে  শিক্ষামন্ত্রীও সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সোমবার বিকাল সভা শেষ করে এমনটি জানান।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সভায় আমি সশরীরে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছি। শিক্ষামন্ত্রীও সম্মতি জানিয়েছেন। পরীক্ষার বিষয়ে আমরা ইতিবাচক। বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিল আহ্বান করা হয়েছে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, ৩০ মে ও ৩১ মে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন তালা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আন্দোলন করেন।

(ঢাকাটাইমস/৩১মে/এলএ)