প্রাইভেসি পলিসি না মানলেও চলবে হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০২১, ১০:০৫

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ জানিয়েছে তাদের নতুন প্রাইভেসি পলিসি না মানলেও চলবে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানিয়েছেন, `সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে আমরা ঠিক করেছি প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট না করলেও অ্যাপের কোন ফিচার বন্ধ হবে না।`

এছাড়াও কোম্পানির সাপোর্ট পেজেও হোয়াটসঅ্যাপ জানিয়েছে, `প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট না করলেও কোন গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ হবে না অথবা অ্যাকাউন্টের কোন ফিচার ব্যবহারে বঞ্চিত হবেন না গ্রাহক।`

যদিও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে বেশিরভাগ গ্রাহক ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ ব্যবহারের নতুন শর্তাবলী মেনে নিয়েছেন। এখনও যারা প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করেন নি তাদের জন্য আর এই কাজ বাধ্যতামূলক থাকছে না। যদিও যে সব গ্রাহক এখনও প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করেন নি তাদের ফোনে নিয়মিত নোটিফিকেশন পাঠানো হবে বলে জানিয়েছে মার্কিন কোম্পানিটি।

জানুয়ারি থেকেই হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। বছরের শুরুতে হোয়াটসঅ্যাপ জানিয়েছিল ফেব্রুয়ারিতে একটি নির্দিষ্ট দিনের আগে প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট না করে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এর পরেই সিগন্যাল, টেলিগ্রামের মতো অ্যাপগুলোর জনপ্রিয়তা বাড়তে থাকে। যদিও পরে গ্রাহকদের চাপে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছিল প্রতিষ্ঠানটি। পরে ১৫ মে এই প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করার শেষ দিন ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ। তার পরেই এই ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ।

(ঢাকাটাইমস/১জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :