সুনামগঞ্জে বজ্রাঘাতে ইমামের মৃত্যু

প্রকাশ | ০১ জুন ২০২১, ১৪:১১ | আপডেট: ০১ জুন ২০২১, ১৪:৪৪

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বজ্রাঘাতে আবদুল খালেক (৫০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার সাতুরের বন্দ এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

নিহত আবদুল খালেকের বাড়ি উপজেলার সাতুর গ্রামে। তিনি পাশের গ্রাম কাকরহাটির জামে মসজিদে ইমামতি করতেন।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সাতুর গ্রামের সাতুরের বন্দ এলাকায় গরুকে খাস খাওয়ানোর জন্য যান। এসময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়। এরপর দীর্ঘ সময় বাড়ি ও মসজিদের কোথাও ইমামকে না পেয়ে দুই গ্রামে তার সন্ধানে মাইকিং করা হয়। পরে রাত ১০টার দিকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে স্বজন ও এলাকাবাসী।

বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম মাহমুদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব জানান, ওই ব্যক্তির বুকের কিছু অংশ ঝলসে গেছে।

(ঢাকাটাইমস/১জুন/পিএল)