সব ছাইদানি হোক ফুলদানি

ডা. নুসরাত সুলতানা
 | প্রকাশিত : ০১ জুন ২০২১, ১৮:৪৮

আমার হাজব্যান্ড ধূমপান করত একসময়, তবে বাসায় বা আমার সামনে কখনোই নয়। প্রতিদিন এই ছাইপাশ খেতে নিষেধ করতাম। ছেড়ে দিচ্ছি, দেব বলতো আর ছাড়ত না।

একবার আমি আর আমার শাশুড়ি রিক্সায় করে বাসায় ফিরছি। মেইন রোড দিয়ে গলিতে ঢুকতেই দেখি মশাইএর একহাতে বাজারের ব্যাগ, অন্য হাতে সিগারেট। মনের আনন্দে সুখ টান দিতে দিতে হেলে দুলে হাঁটছেন। আম্মাকে বললাম,"আম্মা দেখেন আপনার ছেলের অবস্থা"।

আম্মাও রিক্সা থামিয়ে দ্রুত গতিতে রিক্সা থেকে নেমে ছেলের সামনে গিয়ে দাঁড়িয়ে ভীষণ রেগে বললেন,"তোর হাতে কি?" ছেলে থতমত খেয়ে আমতা আমতা করে অস্পষ্ট স্বরে কি যেন বিড়বিড় করতে করতে সিগারেটটা হাত থেকে ফেলে দিল।

বাসায় এসে বলল, "এই কাজটা নিশ্চয়ই তোমার"। এই ঘটনার পর থেকে বেচারা চিরতরে ধূমপান ত্যাগ করেছেন।

গতকাল ছিল বিশ্ব তামাকমুক্ত দিবস। দয়া করে যাবতীয় তামাক সেবন থেকে বিরত থাকুন। কাল ছাড়ব, পরশু ছাড়ব বলে বলে আর ছাড়া হয় না। একদিন হঠাৎ করে ছেড়ে দিন, দেখবেন কি ম্যাজিকের মতো কাজ করে।

লেখক: সহকারী অধ্যাপক, ভাইরোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ

ঢাকাটাইমস/১জুন/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :