বিদ্যুতের তারে ঝলসে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ জুন ২০২১, ১২:৫২ | প্রকাশিত : ০২ জুন ২০২১, ১২:৩৬

গাইবান্ধায় বিদ্যুতের তারে ঝলসে ফয়সাল মামুন নামে এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে পুরাতন জেলখানা মোড়ে সদর ট্রাফিক পুলিশবক্সের নির্মাণাধীন ভবনের তিন তলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন গাইবান্ধা সদর ট্রাফিক পুলিশে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, মামুন রাতে মোবাইলে কথা বলতে বলতে পুরাতন জেলখানা মোড়ে ট্রাফিক পুলিশবক্সের নির্মাণাধীন ভবনের তিন তলায় ওঠে। সেখানে হঠাৎ করে পাশে থাকা ৩৩ হাজার হাই ভোল্টের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় ঘটনাস্থলে তার শরীরে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে মামুনের লাশ উদ্ধার করে। তার এই মর্মান্তিক মৃত্যুতে জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি নিশ্চিত করে গাইবান্ধা ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) নূর আলম সিদ্দিক বলেন, মামুন দিনাজপুর সদরের বাসিন্দা। তিনি ২০১৭ সালে ট্রাফিক পুলিশের সার্জেন্ট হিসেবে যোগদান করেন। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দুইবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার আড়াই মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

(ঢাকাটাইমস/২জুন/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :