কোর্ট চালুর দাবিতে মাদারীপুরে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুন ২০২১, ১৪:২৫

স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত কোর্ট চালুর দাবিতে মানববন্ধন করেছে মাদারীপুরের আইনজীবীরা। বুধবার সকাল ১০টার দিকে মাদারীপুর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধন হয়।

এসময় অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত কোর্ট চালুর দাবি জানিয়েছেন বক্তারা।

করোনার প্রভাব বেড়ে যাওয়ায় লকডাউনের কারণে ভার্চুয়াল মাধ্যমে মাদারীপুরে কোর্টের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এতে সাধারণ মানুষ স্বাভাবিক আইনীসেবা থেকে কিছুটা বাধাগ্রস্থ্য হচ্ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত কোর্ট চালুর দাবি করে আসছেন আইনজীবীরা।

বুধবার মানববন্ধনে বক্তব্য দেন- মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ওবাইদুর রহমান খান, সাবেক সভাপতি জাফর আলী মিয়া, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/২জুন/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :