খেলাঘরের বিপক্ষে সহজ জয় পেল দোলেশ্বর

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুন ২০২১, ১৪:৪২

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে দিনের প্রথম ম্যাচে খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে সহজ জয়ই পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান তুলে দোলেশ্বর। জবাবে মাত্র ১৩০ রানে থেমেছে জহুরুল ইসলামদের ইনিংস।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইমরান উজ্জামান এবং ফজলে মাহমুদের ঝড়ো ব্যাটিংয়ে শুরুটা ভালোই হয় প্রাইম দোলেশ্বরের। ওপেনিং জুটিতে মাত্র ৪.৫ ওভারে ৪৫ রান তুলে এই দুজন ব্যাটসম্যান।

মাত্র ১৭ বলে দ্রুত ৪০ রান তুলে আউট হন ইমরান। আর ১৪ রান করেন ফজলে। এরপর সাইফ হাসান করেন ৩৩ বলে ২৮, আর মার্শাল আইয়ুব ২২ বলে ২১ রান তোলেন। তবে শেষদিকে শামিম পাটোয়ারির ১২ বলে ১৬ আর শরিফউল্লাহর ৯ বলে ১৫ রানের ইনিংসে দেড়শ ছোঁয়া পুঁজি পায় প্রথমে ব্যাট করা দোলেশ্বর।

১৫০ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি খেলাঘরের। দলীয় ১৫ রানেই মূল্যবান তিনটি উইকেট হারায় তারা। ওপেনার সাদিকুর রহমান ৬ এবং আরেক ওপেনার ইমতিয়াজ হোসেন ৩ রানে ফেরেন। আর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে অধিনায়ক জহুরুল ইসলাম ফিরেছেন মাত্র ১ রানেই।

এরপর ফরহাদ হোসেনের ধীরগতির ৩৫ বলে ৩৩ রানের ইনিংস উইকেট হারানো থামিয়েছে ঠিকই, কিন্তু রান তারার আশায় রীতিমতো পানিই ঢেলে দিয়েছে। সঙ্গী সালমান হোসেনের ব্যাট তো ছিল আরও ধীরগতির। ২৭ বলে ১৪ রান করে ফিরেছেন তিনি। আর মিরাজ আউট হন ১০ বলে ১২ রান করে। এরপর রিশাদের ১৯ বলে ৩৭ রানের ক্যামিও কিছুটা রঙ এনে দেয় খেলাঘর ইনিংসকে। তবে জয়ের দেখা অবশ্য পাইয়ে দিতে পারেনি।

(ঢাকাটাইমস/০২জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

মুখোমুখি হচ্ছে কেকেআর ও আরসিবি, আলোচনায় কোহলি-গম্ভীর দ্বৈরথ

সাকিব যে দলে খেলে, সে দল ভাগ্যবান: নিক পোথাস

যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হচ্ছে ৩৬ বলে সেঞ্চুরি করা কোরি অ্যান্ডারসনের

লিটনের রানে ফেরা নিয়ে যা বললেন টাইগার কোচ নিক পোথাস

মেসির খেলার খবর শুনেই শেষ ম্যাচের টিকিট

এবার জিম্বাবুয়ে সিরিজেও সৌম্যকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

এই বিভাগের সব খবর

শিরোনাম :