আমাদের প্রেম না হলে

প্রকাশ | ০২ জুন ২০২১, ২১:০৯

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

আকাশের কোটি তারা 

বনানীর জোনাকিরা

মিটি মিটি আলো জ্বেলে বলে;

তাদের সকল  আলো 

একে  একে  নিভে  যেতো

তোমার আর আমার  প্রেম না হলে।

 

ফুলেদের  কানে কানে 

স্বপ্নের  বীজ  বুনে 

প্রজাপতি চুপি চুপি  বলে;

পরাগ রেণুর  খেলা 

তখনি  ফুরিয়ে যেতো

তোমার আর আমার  প্রেম না হলে।

 

সুনীল  সাগর  জলে

ফেনিল  তরঙ্গ  তুলে

ঢেউয়ের দোলনা দুলে বলে;

উতলা সাগর হতো

নিথর জলের মরু   

তোমার আর আমার  প্রেম না হলে।