লেবানন বিএনপির নতুন কমিটি

ওয়াসীম আকরাম, লেবানন
 | প্রকাশিত : ০২ জুন ২০২১, ২২:০২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লেবানন শাখার আহবায়ক কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনের মাধ্যমে লেবানন বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার রাজধানী বৈরুতে দাওড়ার সিআইটি কলেজের হল রুমে লেবানন বিএনপির কাউন্সিল সাম্প্রতিক সংবাদ সম্মেলনে আহবায়ক জাকির হোসেন জাকির নবকমিটি ঘোষণা করেন।

লেবানন বিএনপির ২০২১/২২ইং সালের কমিটিতে মফিজুল ইসলাম বাবুলকে সভাপতি, আমিনুল ইসলাম আইমানকে সেক্রেটারি জেনারেল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে হাবিবুর রহমান হাবিবের নাম ঘোষণা করা হয়।

সদস্য সচিব ওয়াসীম আকরাম ও আহবায়ক সদস্য জাহাঙ্গীর হাসান সুমনের যৌথ সঞ্চালনায় লেবানন বিএনপির কাউন্সিল সাম্প্রতিক সংবাদ সম্মেলন পর্যবেক্ষক হিসেবে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সৌদি আরব পশ্চিম বিএনপির সভাপতি, বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী মধ্যপ্রাচ্য কমিটির আহবায়ক আহমেদ আলী মুকিব।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী মধ্যপ্রাচ্য কমিটির সদস্য সচিব ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, লেবানন বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল কাদের ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, সৌদি আরব পূর্ব বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি কেফায়েত উল্ল্যা, কুয়েত বিএনপির সাবেক সদস্য সচিব শওকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ উদ্দীন মিন্টু প্রমুখ।

সভাপতির দায়িত্ব পেয়ে মফিজুল ইসলাম বাবুল প্রধান উপদেষ্টা মজিবর হক মজিব, সিনিয়র সহসভাপতি আবু বকর ছিদ্দিক ও আরমান হোসেন আমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন।

লেবানন বিএনপির উপদেষ্টা আবুল কাশেম, ভাষাণী মোল্লা, মিজানুর রহমান, মনির সরকার, আহবায়ক সদস্য জসিম উদ্দিন, আবদুল হক, আবদুল্লাহ আল মামুন, রাব্বুল শেখ, সহসভাপতি আবু তাহের, জিএম সুমন, মোতালেব হোসেন, নুরজ্জামান নুরসহ লেবানন যুবদল, শ্রমিক দল, মহিলা দলের নেতাকর্মী এবং দূর-দূরান্ত থেকে আগত বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অন্যদিকে আহবায়ক জাকির হোসেন জাকিরকে অনুষ্ঠান শেষে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় তিনি লেবাননে কর্মরত ছিলেন।

(ঢাকাটাইমস/২জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :