সংকটকালীন সময়োপযোগী বাজেট: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুন ২০২১, ১৮:৪৭
ফাইল ছবি

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সংকটকালীন সময়োপযোগী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বাজেটপরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে শুক্রবার প্রতিক্রিয়া জানানো হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। ছয় লাখ কোটি টাকার জনবান্ধব ও উন্নয়নবান্ধব একটি বাজেট। জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে এটি একটি বাস্তবভিত্তিক, সংকটকালীন সময়োপযোগী বাজেট।’

এদিকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আসলে আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে, আমাদের অর্থনীতি অতিধনী এবং সামরিক বেসামরিক আমলাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য এ বাজেট।’ তিনি বলেন, ‘যদিও বলা হয়েছে জীবন জীবিকার সঙ্গে ভারসাম্যপূর্ণ, অর্থনৈতিক অগ্রগতির কথা বলা হয়েছে, কিন্তু আসলে এটা প্রবৃদ্ধি পাবে না। এখানে প্রধানমন্ত্রীর যে চারটি কৌশল নিয়েছিলেন এবং যে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন আমরা বাজেটে তার বাস্তবায়ন গতবারও দেখিনি, এবারো দেখিনি।’

মেনন বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে কোনো সন্দেহ নেই সেটা প্রশংসনীয়। কিন্তু নতুন যে দুই কোটি থেকে আড়াই কোটি মানুষ গরিব হয়ে গেল এদের জন্য কোনো ব্যবস্থা এখানে নেই।’

‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ শীর্ষক ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। নতুন অর্থবছরের (২০২১-২০২২) প্রস্তাবিত বাজেটের ব্যয়ের আকার ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা।

(ঢাকাটাইমস/০৩জুন/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :