রাতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছেন জামালরা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ জুন ২০২১, ১৯:৩১ | প্রকাশিত : ০৩ জুন ২০২১, ১৮:৫৭

বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে আজ(বৃহস্পতিবার) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাতারের দোহায় অবস্থিত জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

কাতারে বাছাইপর্বের মোট তিনটি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। সেই লক্ষ্যে আগেই সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্পে নিজেদের ঝাঁলিয়ে নিতে যায় লাল-সবুজের পতাকাধারীরা। প্রস্তুতির সময় ফুরিয়ে এসেছে। এবার নিজেদের প্রমাণ করার পালা। আত্ম-বিশ্বাসী বাংলাদেশ দল আফগানদের হারাতে মরিয়ে হয়ে রয়েছে।

তবে শক্তিমত্ত্বার বিচারে তাদের চেয়ে পিছিয়ে রয়েছে জেমি ডের শিষ্যরা। পয়েন্ট টেবিলেও এগিয়ে রয়েছে আফগানিস্তান। ৫ ম্যাচে মাত্র একটিতে ড্র করে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে সমান ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান আফগানদের। আর বাংলাদেশ ও তাদের মাঝখানে ৩ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে চারে।

আর ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কাতার। দুইয়ে অবস্থান করা ওমানের সংগ্রহ ১২ পয়েন্ট।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশ:

আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি, সোহেল রানা, বিপলু আহমেদ, রাকিব হোসেন ও মতিন মিয়া।

ঢাকাটাইমস/০৩জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :