ভোলায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুন ২০২১, ১৯:০৫

ভোলার চরফ্যাশন উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে মাঠের পাশে থাকা আরো দুজন গুরুতর আহত হয়েছে।

নিহত শিশুরা হলো উপজেলার এওয়াজপুর ইউনিয়নের কুতুব উদ্দিন মাঝির ছেলে মো. সাগর (১২) ও একই এলাকার আবদুস সাত্তার দপ্তরির ছেলে মো. শান্ত (৮)। গুরুতর আহতরা হলেন একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. ইয়ামিন (৭) ও মো. আবু বকর সিদ্দিকের ছেলে মো. নুরনবি (৪২)।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার এওয়াজপুর এলাকার সাবেক চেয়ারম্যান মো. সিরাজের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

এওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম খোকন জানান, দুপুরে এয়াজপুর ৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি খোলা মাঠে কয়েকজন শিশু মিলে ফুটবল খেলতেছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে তিন শিশু ও এক যুবক গুরুতর আহত হয়।

পরে স্থানীয়দের সহায়তায় চারজনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাগর ও শান্ত নামে দুই শিশুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশু ইয়ামিন ও যুবক নুরনবী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত দুজন মাঠের পাশে ছিল বলেও জানান ইউপি চেয়ারম্যান।

চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হেসেন মিঞা জানান, বজ্রপাতে এওয়াজপুর ইউনিয়নে দুই শিশু নিহত ও দুজন আহত হওয়ার খবর পেয়েছি। আহতদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :