জাপানেই হচ্ছে অলিম্পিক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ জুন ২০২১, ১৯:৫৮ | প্রকাশিত : ০৩ জুন ২০২১, ১৯:২০

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে জাপানেই হতে যাচ্ছে অলিম্পিকের এবারের আসর। সম্প্রতি এক বিবৃতিতে এমন কথাই বলেন টোকিও অলিম্পিক এবং প্যারাঅলিম্পিক কমিটির সভাপতি সেইকো হাশিমুতু। টোকিও অলিম্পিকের আয়োজনের শতভাগ সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

টোকিও অলিম্পিক ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৈশ্বিক মহামারি করোনার কারণে সম্ভব হয়নি। ২০২১ সালেও সেটা অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল। এবার টোকিও অলিম্পিক সভাপতির বক্তব্যে সে সংশয় কেটে গেল।

এ বিষয়ে সভাপতি সেইকো হাশিমুতু বলেন, ‘আমি বিশ্বাস করি এবারের টোকিও অলিম্পিকের আয়োজনের সম্ভাবনা শতভাগ। আমরা সেটা করব।’

দর্শক নিয়ে এই আসর আয়োজন করলে বিপদ হতে পারে, এমন সতর্কবার্তা দিয়ে টোকিও অলিম্পিকের সভাপতি আরো বলেন, ‘অলিম্পিকের সভাপতি অবশ্য করোনা মোকাবেলার এই সময়ে প্রয়োজন হলে দর্শক ছাড়াই অলিম্পিকের আয়োজন সম্পন্ন হবে। কেননা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানুষের ঢল আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব এবং সবকিছু ম্যানেজ করব। অলিম্পিক চলাকালীন যদি করোনা ছড়িয়ে পড়ে, তবে সেটা বড় সংকট বা জরুরি অবস্থা তৈরি করতে পারে। তাই কোনো দর্শক ছাড়া এই আসর আয়োজনের প্রস্তুতিটাও মাথায় রাখতে হবে আমাদের।’

করোনার প্রাদুর্ভাবে গত বছর স্থগিত হওয়া অলিম্পিকের আসরটি আগামী ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা। হাতে এখনও ৫০ দিনের মত সময় অবশিষ্ট আছে। কিন্তু জাপানে এখন করোনা পরিস্থিতি যেমন, তাতে আরও একবার অলিম্পিক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেননা দেশটির গুরুত্বপূর্ণ দশটি অংশে জরুরী অবস্থা জারি রয়েছে।

(ঢাকাটাইমস/০৩জুন/এমএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

গাজা যুদ্ধের ২০০তম দিন: ইসরায়েলি বর্বরতার শেষ কোথায়? 

সকাল সকাল ভোট দিলেই মিলবে আইসক্রিম-চাউমিন! 

এই বিভাগের সব খবর

শিরোনাম :