যাদুকাটা নদীতে বালু উত্তোলনের দায়ে ১৯ নৌযানের জরিমানা

প্রকাশ | ০৫ জুন ২০২১, ১৩:০৪ | আপডেট: ০৫ জুন ২০২১, ১৩:২০

নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তবর্তী যাদুকাটা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনের দায়ে ৪৫ হাজার ঘনফুট বালুসহ ছোটবড় ১৯টি নৌকা জব্দ করেছে টাস্কফোর্স।

বালু পরিবহণের দায়ে এসব নৌকার মালিককে ১৮টি মামলায় মোট এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগরা নামক স্থানে টাস্কফোর্সের অভিযানে এসব নৌকা ও বালু জব্দ করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী হাকিম (ইউএনও) রায়হান কবির এই অভিযানে নেতৃত্বে দেন।

পরে জব্দ বালি সন্ধ্যার আগে উন্মুক্ত নিলামে তোলা হলে স্থানীয় ব্যবসায়ীরা এতে অংশ নেন। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে ৪৫ হাজার ঘনফুট বালুর মূল্য হয় আট লাখ ৭৭ হাজার টাকা, বালুর সমমূল্য হিসাবে ভ্যাট ৮৭ হাজার ৭৫০ টাকা এবং আয়কর ৪৩ হাজার ৮৭৫ টাকা। সর্বমোট ১০ লাখ নয় হাজার ১২৫ টাকায় বিক্রি করা হয় এসব বালু।

এসময় তাহিরপুর থানা পুলিশের অফিসার ও পুলিশ সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্যরা ছিলেন।

এ বিষয়ে ইউএনও রায়হান কবির বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেকে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ উপজেলায় কোনো অন্যায়কেই ছাড় দেওয়া হবে না। কঠোরভাবে দমন করা হবে।

(ঢাকাটাইমস/৫জুন/পিএল)