রূপগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

প্রকাশ | ০৫ জুন ২০২১, ১৯:৩৬

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিগান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, ভাইস চেয়ারম্যান সোহেল আহম্মেদ ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদোসী আলম নীলা, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ সুকুমার দাস, কলেজের সাবেক ভিপি মনির হোসেন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এই প্রদর্শনীতে ২০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া প্রদর্শনী করা হয়েছে। এ প্রদর্শনী অনুষ্ঠানে তারাব পৈারসভার যাত্রামুড়া এলাকার খামারি নাইম ভুইয়ার নাবিল এগ্রো প্রথম স্থান অর্জন করেন। 

(ঢাকাটাইমস/৫জুন/কেএম)