উদীয়মান তারকার কাছে হেরে সেরেনার বিদায়

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জুন ২০২১, ১১:৪৪ | প্রকাশিত : ০৭ জুন ২০২১, ১১:১৪

ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্টে মাত্র ২১ বছর বয়সী রাশিয়ান বংশোদ্ভুত কাজাকিস্তানি উদীয়মান টেনিসার এলিনা রিবাকিনার বিপক্ষে হেরে বিদায় নিলেন আমেরিকার তারকা সেরেনা উইলিয়ামস। ফলে ক্যারিয়ারের আরেকটি গ্ল্যান্ড স্লাম জেতার দৌঁড়ে আবারো অপেক্ষা বাড়ল এই টেনিস সুন্দরীর।

আর একটি মেজর টুর্নামেন্টে শিরোপা জিততে পারলেই টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টের রেকর্ড স্পপর্শ করবেন সেরেনা। সেই উদ্দেশ্যেই এবার ফ্রেঞ্চ ওপেনে অংশ নেন তিনি। কিন্তু ফ্রান্সে বিগত কয়েক বছরে পরিসংখ্যানটা তার পক্ষে কথা বলছে না। কেননা ২০১৬ আসরের ফাইনালে হারের পর থেকে ফরাসি ওপেনে চতুর্থ রাউন্ড পেরুতে পারেননি সেরেনা।

এরপরও শিরোপা জয়ের নেশায় বুদ হয়ে চতুর্থ রাউন্ডে রিবাকিনার বিপক্ষে খেলতে নামেন ৩৯ বছর বয়সী সেরেনা। তবে কোর্টে এদিন পাত্তাই পাননি ২৩ বারের গ্র্যানড্ স্লাম জয়ী এই তারকা।

ম্যাচ জিততে খুব বেশি সময় নেননি রিবাকিনা। প্রথম সেটে ৬-৩ ব্যবধানে জেতার পর, দ্বিতীয়টি ৭-৫ ব্যবধানে জিতে ম্যাচ নিজের করে নিয়েছেন কাজাখাস্তানের ২১ বছর বয়সী এই উদীয়মান টেনিসার।

সেরেনাকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের শেষ আট তথা কোয়ার্টার ফাইনালে উঠলেন রিবাকিনা। অন্যদিকে এই হারে আরেকবার বাড়ল সেরেনার ২৪তম গ্র্যান্ড স্লাম জেতার অপেক্ষা।

গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় আরও কতদিন তিনি চালিয়ে যাবেন খেলা, হারের পর প্রশ্নটা উঠল আরেকবার। তবে এসব নিয়ে ভাবছেন না বলেই জানান সেরেনা।

এ বিষয়ে সেরেনা উইলিয়াম বলেন‘এ নিয়ে আমি মোটেও ভাবছি না। অবশ্যই অন্যান্য বিষয় নিয়ে ভাবছি, তবে ওই বিষয়ে নয়।’

(ঢাকাটাইমস/০৭মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

এই বিভাগের সব খবর

শিরোনাম :