নিউজিল্যান্ড-ইংল্যান্ড মধ্যকার প্রথম টেস্ট ড্র

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুন ২০২১, ১২:০৫

শেষ পর্যন্ত ড্র-ই হলো নিউজিল্যান্ড-ইংল্যান্ড মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের করা ৩৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৭৫ রান তুলে স্বাগতিক ইংল্যান্ড। ১০৩ রানের লিডসহ নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে কিউইরা ইনিংস ঘোষণা করলে জো রুটদের জন্য টার্গেট দাঁড়ায় ২৭৩ রান। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৩ উইকেটে ১৭০ রান করলে শেষ হয় পঞ্চম দিন।

লর্ডস টেস্ট যে ড্র হবে সেটাই আগে থেকেই ধারণা করা হচ্ছিল। কেননা ম্যাচের তৃতীয় দিনের পুরো সময়টা নিজের দখলে নেয় বৃষ্টি। সেদিন এক ওভারও খেলা হয়নি। ফলে পঞ্চম দিনের খেলায় নিজেদের দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাট করতে নামেন কিউইরা।

এদিন মাত্র ২২.৩ ওভারে ব্যাট করেন কেইন উইলিয়ামসনরা। ফলে ৬ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬৯ রান। এই ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান ওপেনার টম লাথামের। এছাড়া ৩৩ রান করেন রস টেইলর। আর ২৩ করে রান করেছেন ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস।

ইংল্যান্ডের পক্ষে ওলিয়ে রবিনসন সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন।

সফরকারীদের দেয়া ২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীর ব্যাটিং করতে থাকে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ৭০ ওভার খেলে ৩ উইকেটে ১৭০ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা।

এই ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার ডম সিবলি। এছাড়া জো রুট ৪০ ও প্রথম ইনিংসের সেঞ্চুরি ররি বার্নসের ব্যাট থেকে আসে ২৫ রান।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অভিষিক্ত ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরি এবং হেনরি নিকোলসের হাফসেঞ্চুরির ওপর ভর ৩৭৮ রান তুলে নিউজিল্যান্ড। আর জবাবে ব্যাট করতে নেমে ইংলিশ ওপেনার ররি বার্নসের সেঞ্চুরিতে ২৭৫ রান তুলে জো রুট বাহিনী।

ডেভন কনওয়ে ম্যাচসেরা নির্বাচিত হন।

(ঢাকাটাইমস/০৭মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :