উত্থানে ফিরেছে পুঁজিবাজার

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ জুন ২০২১, ১৫:১২ | প্রকাশিত : ০৮ জুন ২০২১, ১৫:০৭

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার দেশের দুই পুঁজিবাজারে সূচকের বড় পতনের পরই মঙ্গলবার সূচকের বড় উত্থানে ফিরেছে দেশের দুই পুঁজিবাজার। তবে দুই পুঁজিবাজারেই কমেছে লেনদেনের পরিমান। পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন ডিএসইএক্স সূচক বেড়েছে ৪৭ পয়েন্টে এবং সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১৫২ পয়েন্ট।

ডিএসই এবং সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে দুই হাজার ৬৫ কোটি ৭৫ লাখ ৬২ হাজার টাকা। এর আগে গত সোমবারে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনেদনে হয়েছে দুই হাজার ৮৩ কোটি ২৮ লাখ নয় হাজার টাকা। অর্থাৎ একদিনে ডিএসইতে লেনদেন কমেছে ১৮ কোটি টাকা।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

মঙ্গলবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৫ কোটি ৭৭ লাখ ২০ হাজার ৭২৪ টাকা। যা আগের দিনের তুলনায় পাঁচ কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩০০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬১টির। কমেছে ১১০টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক কিছুটা বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৯৫ পয়েন্টে।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৬৯ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৫০৪ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার দুই পয়েন্টে। সিএসই-৫০ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৭৮ পয়েন্টে। সিএসআই তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৫৮ পয়েন্টে।

(ঢাকাটাইমস/০৮ জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :