ব্লকে লেনদেন ৩৮ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুন ২০২১, ১৬:৪৪

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানির ৩৮ কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানি ৬৭ লাখ ৬৯ হাজার ৩২০টি শেয়ার হাতবদল করে। কোম্পানিগুলোর ব্লক মার্কেটে ৮৬ বার হাত বদলের মাধ্যমে ৩৮ কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে গ্রামীণ ফোন লিমিটেড। এদিন কোম্পানিটি ১০ কোটি ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন করে। বাংলাদশে সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড ১০ কোটি ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। তৃতীয় সর্বোচ্চ বেশি লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে এসকে ট্রিমস লিমিটেড। এদিন কোম্পানিটি দুই কোটি ৫১ লাখ এক হাজার টাকার লেনদেন করে।

এছাড়াও আমান কটোন ফাইবার্স লিমিটেড ২০ লাখ ৪৩ হাজার টাকার, এডভেন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেড ৬৯ লাখ ২৬ হাজার টাকার, আমান ফিড মিলস লিমিটেড ১৭ লঅখ ৯১ হাজার টাকার, এপেক্স টেনারী লিমিটেড সাত লাখ ৪৪ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২৪ লাখ ২৯ হাজার টাকার, বিডি ফাইন্যান্স লিমিটেড ৩৬ লাখ ৫০ হাজার টাকার, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড ( বেক্সিমকো) নয় লাখ ১০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২৬ লাখ ৮০ হাজার টাকার, ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পাঁচ লাখ সাত হাজার টাকার, ডোমিনেজ স্টিল লিমিটেড ছয় লাখ ৯০ হাজার টাকার, এমারেল ওয়েল লিমিটেড ছয় লাখ ৩০ হাজার টাকা, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২৭ লাখ ৭৮ হাজার টাকার, ফরচুন সুজ লিমিটেড এক কোটি ৬৪ হাজার ৪৮ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৮৯ লাখ ৫৪ হাজার টাকার, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পাঁচ লাখ দুই হাজার টাকার, ইসলামি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ছয় লাখ ৪৬ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্স লিমিটেড আট লাখ ৬০ হাজার টাকার, যমুনা ব্যাংক লিমিটেড ছয় লাখ ৭৮ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এক কোটি ২৫ লাখ ৩৫ হাজার টাকার, লুব-ব্রেফ বাংলাদেশ লিমিটেড ১৭ লাখ ৪২ হাজার টাকার, মোজাফ্ফার হোসাইন স্পিনিং মিলস লিমিটেড ১৮ লাখ টাকার, ন্যঅশনাল ফিড মিলস লিমিটেড ৫১ লাখ ২৭ হাজার টাকার, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এক কোটি ১৯ লাখ আট হাজার টাকার, এনআরবিসি ব্যাংক লিমিটেড দুই কোটি ৪৩ লাখ ৮১ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পাঁচ লাখ আট হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৫০ লাখ ২২ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পাঁচ লাখ ১৮ হাজার টাকার, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পাঁচ লাখ ছয় হাজার টাকার, কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২৯ লাখ ২১ হাজার টাকার, আরডি ফুড লিমিটেড ২৫ লাখ ৬০ হাজার টাকার, আরএন স্পিনিং মিলস লিমিটেড ৩২ লাখ ৯০ হাজার টাকার, সাইফ পাওয়ারটেক লিমিটেড সাত লাখ ৬৫ হাজার টাকার, সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০ লাখ ৭০ হাজার টাকার, সী পার্ল লিমিটেড ১৫ লাখ ২২ হাজার টাকার, সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড আট লাখ ৫৫ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩২ লাখ সাত হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ছয় লাখ ৬৭ হাজার টাকার এবং ইউসিবি লিমিটেড ৪১ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

(ঢাকাটাইমস/০৮ জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :