৬ দফা দিবস উপলক্ষে সর্ব ইউরোপিয়ান আ.লীগের আলোচনা সভা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুন ২০২১, ২১:৫৮

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের 'ঘুরে দাঁড়ানোর দিন' শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সর্ব ইউরোপিয়ান আ’লীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-

বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।

এসময় বক্তারা বলেন, ‘ছয় দফা ছিল বাংলার মুক্তির সনদ, যা ধাপে ধাপে ৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তি সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধুর ঘোষিত ছয় দফা দাবির স্বপক্ষে ১৯৬৬ সালের ৭ জুন হরতালকে কেন্দ্র করে রক্তদানকে সবাই মনে করে স্বাধীনতা আন্দোলনের জন্য বাঙালির প্রথম রক্তদান।’ বক্তারা আরো বলেন, ‘পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই পাকিস্তানের জনসংখ্যার শতকরা ৫৬ জন বাঙালি কোনোদিন তাদের স্বাধিকার ভোগ করতে পারেনি। এক ধরনের ঔপনিবেশিক শাসন এবং শোষণ পূর্ব বাংলার ওপর চাপিয়ে রাখা হয়েছিল এবং শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। এই জিনিসটি অনুধাবন ও চিহ্নিত করে এই দুঃশাসন থেকে মুক্তির দিশারী হিসেবে ছয় দফা দাবি প্রণয়ন করে জনগণের সামনে বাংলার মানুষের মুক্তির সনদ হিসেবে উপস্থাপন করেছিলেন বঙ্গবন্ধু।’

মূলত ‘ঐতিহাসিক ছয় দফা বাঙালির মুক্তির পথ দেখিয়েছে, নিজেদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ করেছে উল্লেখ করে, বক্তারা ৭ জুন মুক্তির সনদ দাবি আদায়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।’

বক্তারা আরো বলেন, ‘বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই তার কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’

এ সময় আরো উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল, জার্মান আ’লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু ও সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম ও সাধারণ সম্পাদক শওকত ওসমান, নেদারল্যান্ড আ.লীগের নেতা মুরাদ খান ও মোস্তফা জামান, ফ্রান্স আ.লীগের সভাপতি এমএ কাশেম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, সুইডেন আ’লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী খান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, বেলজিয়াম আ.লীগের সভাপতি শহিদুল হক ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, অস্ট্রিয়া আ.লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও সাধারণ সম্পাদক সাইফুল কবির, সুইজারল্যান্ড আ.লীগের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শ্যামল খান, স্পেন আ.লীগের সভাপতি এসআরআইএস রবিন ও সাধারণ সম্পাদক রিজভি আলম, ডেনমার্ক আ.লীগের নেতা মাহবুবুর রহমান, গ্রিস আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামাদ মাতুব্বর, নরওয়ে আ.লীগের নেতা মোস্তাফিজুর রহমান আয়ারল্যান্ড আওয়ামী লীগের আহ্বায়ক বেলাল হোসেন, মাল্টা আ.লীগের সভাপতি মশিয়ার রহমান, বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক কমরেড খোন্দকার প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয়াংশ পরিচালনা করেন,

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ ইউরোপ চ্যাপ্টারের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হেদায়েতুল ইসলাম শেলী।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

(ঢাকাটাইমস/৮জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :