নেইমার-পাকুয়েতার গোলে ব্রাজিলের ছয়ে ছয়

প্রকাশ | ০৯ জুন ২০২১, ১০:৫৫ | আপডেট: ০৯ জুন ২০২১, ১২:০৮

ক্রীড়া ডেস্ক, ঢাকটাইমস

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে টানা ছয় ম্যাচে ষষ্ঠ জয় তুলে নিল ব্রাজিল। নেইমার পাকুয়েতার গোলে এদিন ম্যাচটি ২-০ গোল ব্যবধানে জিতেছে তিতের শিষ্যরা। এ জয়ের ফলে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরেকটু শক্ত করল ব্রাজিল।

প্যারাগুয়ের মাঠে এদিন ব্রাজিল এগিয়ে যায় ম্যাচের চতুর্থ মিনিটেই। নিজেদের অর্ধ থেকে গ্যাব্রিয়েল জেসুসের বাড়ানো লং বলে শট নেওয়ার চেষ্টা করেও সফল হননি রিশার্লিসন। আয়ত্বে নিতে কিংবা বিপদমুক্ত করতে পারেনি প্যারাগুয়ে রক্ষণও। ফলে ফাঁকায় থাকা নেইমারের কাছে চলে যায় বল। ক্ষিপ্রতার সঙ্গে তার করা ফিনিশ এগিয়ে দেয় কোচ তিতের দলকে।

নিজেদের মাঠে খেলা প্যারাগুয়েও অবশ্য ছেড়ে কথা বলছিল না। পিছিয়ে পড়ার পরেই বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছিল দলটি। ৮ মিনিটে বিপদসীমার বাইরে থেকেই শট করে বসেন স্বাগতিক ডিফেন্ডার ওমার আলদেরেতে। সেটি কোনোক্রমে প্রতিহত করেন ব্রাজিল গোলরক্ষক এডারসন।

২৪তম মিনিটে আবার সুযোগ আসে প্যারাগুয়ের সামনে। রোহাসের কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে শট নেন আলমিরন। এদের মিলিতাওয়ের পায়ে লেগে পোস্টের পাশ দিয়ে বল চলে যায় বাইরে। ছয় মিনিট পর নেইমারের শট ফিরে প্যারাগুয়ের একজনের পায়ে লেগে।

যোগ করা সময়ে নেইমারের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শট নেন পাকুয়েতা। পোস্টের ভেতর দিকে বল লেগে জড়ায় জালে।

এই জয়ে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত হলো ব্রাজিলের। এদিনই কলম্বিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করা আর্জেন্টিনা ১২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

(ঢাকাটাইমস/০৯জুন/এমএম)