গোলশূন্য মেসি, আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ ড্র

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুন ২০২১, ১২:১০

বিশ্বকাপ বাছাইপর্বে আগের ম্যাচে চিলির বিপক্ষে লিওনেল মেসি গোলের দেখা পেলেও বুধবার ভোর রাতের ম্যাচে মাঠে বিবর্ণ মেসি। ফলে দলও পায়নি জয়ের দেখা। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটিতে ২-২ গোলে ড্র করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

কলম্বিয়ার এস্তাদিও মেত্রোপলিতানোয় দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ডান প্রান্ত থেকে ফ্রি কিকে দারুণভাবে মাথা ছোঁয়ান ক্রিশ্চিয়ান রোমেরো, তাতেই এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

অষ্টম মিনিটেই ব্যবধান দ্বিগুণ হওয়া করে সফরকারীরা। ডি-বক্সে মেসি শট নিতে ব্যর্থ হওয়ার পরও বিপদমুক্ত করতে পারেনি কেউ। বল বুক দিয়ে নামানোর ফাঁকে প্রতিপক্ষের দুই জনের মাঝ দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন পারেদেস। এরপর লাউতারো মার্তিনেসের বাড়ানো ফিরতি পাস ধরে আরেকজনকে কাটিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন পিএসজি মিডফিল্ডার।

২৭তম মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে নেওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু জিওভানি লো সেলসোর থ্রু বল ধরে ডি-বক্সে ডান দিক থেকে মার্তিনেসের জোরালো শটরুখে দেন স্বাগতিক গোলরক্ষক দাভিদ ওসপিনা।

৪৯ মিনিটে নিকোলাস ওতামেন্দির একটা ভুলে পেনাল্টি পেয়ে বসে কলম্বিয়া। হলুদ কার্ড দেখেন ম্যানচেস্টার সিটির সাবেক এই ডিফেন্ডার। পেনাল্টিতে ব্যবধান কমান মুরিয়েল।

ম্যাচের একদম শেষে ভিয়ারিয়ালের ডিফেন্ডার হুয়ান ফয়থ নিজেদের অর্ধে ড্রিবল করতে গিয়ে বল হারিয়ে বসেন। সেখান থেকে জুভেন্টাসের উইংব্যাক হুয়ান কুয়াদ্রাদোর ক্রসে মাথা ঠেকিয়ে গোল করেন বোর্হা। যদিও আরেকটু চেষ্টা করলে শটটা আটকাতে পারতেন মার্চেসিন। তাঁর হাতের ফাঁক গলে শেষ মূহুর্তে গোলটা খেয়ে দুই পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচ ড্রয়ের ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরেই থাকছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৮ পয়েন্টে পাঁচ নম্বরে অবস্থান করছে কলম্বিয়া। আর ৬ ম্যাচে সর্বোচ্চ ১৮ পয়েন্টে শীর্ষেই থাকছে আর্জেন্টিনা।

(ঢাকাটাইমস/০৯জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :